দীর্ঘশ্বাস
   বিপ্লব দাস


কেউ ডাকলে,
রাখলে কাছে,
রোদ চড়ুই হতাম,
সুখ খুঁটে খুঁটে গৃহ সাজাতাম।
আমি  তো আজন্ম গৃহহীন মানুষ,
অসুখের কোটরে আমার বাস
হায়রে হায় আমার যে একটা মরণ চুমুর অপেক্ষায়রাশ।


কেউ ডাকলে,
মনে মনে রাখলে
মন খারাপের পাহাড় ভেঙে
জলে জল হতো
অন্ধকার শীথানে কেউটা দিব্যি হাসতো।


জীবন যেতে যেতে থাকতো কি মনে অনাবিল এই দীর্ঘশ্বাস?


রচনা–বিপ্লব দাস
তাং–২৭/০১/২০২৩