দু টাকার কয়েনের একটি দগ্ধ কলিজা
                   বিপ্লব দাস


আপনাদের অন্তঃপুরে দাড়ি সূচক একটা অসুখ ঝুলে থাকে।
মনের পাতাবাহারের রং শহিদ,
কথোপকথনের সারল্য মাখা অনুভূতি আজ স্বর্গীয়।
দুঃখ নদী আপনাদের মানচিত্রে নেই,
পৃথিবীর কাননে আপনারা নষ্ট ফুল।
টাকা দেওয়ার বিভিন্ন বাহানার ছোবলে ,
দীর্ঘ দাঁড়িয়ে থাকতে মজবুর করেন,
অশ্বত্থ গাছের মত কষ্ট আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকি।
তীব্র জ্বালাময়ী  রোদ ফুলে নাড়ী থেকে খসে পড়ে আকাঙ্ক্ষা।
আপনাদের অনুতাপ নেই ।
তারপর দরজা ঠেলে এসে ওষুধের প্যাকেটটা নিয়ে,
বীভৎস রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন
ভাবেন, অনেক কৃপা করলেন আমাকে
মুক্ত হয়ে উড়তে পারবো শহর শ্মশানে
জেনে গেছেন ভীষণ কষ্ট হয় আমার।


রোদ শহর ঘুরে ঘুরে যখন হলুদ হয়ে যাবো
আর ভাববো কেন আমায় জোর পূর্বক পকেটে পুরে দিলেন একটি দুই টাকার কয়েন
কেন?
এসব  তো আমি কিছুই চাইনি
এই যন্ত্রনায় যদি আমায় একটু জলফল খাইয়ে দিতেন,
বা বলে উঠতেন ছাতার ব্যবস্থা করো কিন্তু
এত রোদে...ইসস


যেখানে সরকার আমাদের কথা ভাবে না
আপনাদের এই নির্লজ্জ ভাবনার দরকার নেই।


দুই টাকার কয়েনে একটি দগ্ধ কলিজা ছুটে ছুটে যায়
অন্য কারও হাতে।
আমার থেকে হারিয়ে যায় এই দুই টাকার কয়েন অন্য কারো কাছে।


স্বীকার করুন আপনারা আমি সুস্থ সবল মানুষ।
আমাকে দুই টাকার দেওয়ার বদলে
যারা ভিক্ষা করে খায়
তাদের উপহার করতে পারেন।
তারা আপনদের উজার করে আশীর্বাদ করবে।