" এ এক অন্য ভালোবাসা"
    বিপ্লব দাস


তোমার দিকে ভালো করে একটু তাকানো হয়নি।
বহুবার লুকিয়ে লুকিয়ে না দেখার ভান করেছি,
আজ সময় এসেছিল আমার দ্বারে
তবুও একটুও দেখা হয়নি।


তুমি নদীর  স্রোতের মত নষ্ট হয়ে যাচ্ছ,
তুমি আকাশের মত ক্লান্ত হচ্ছো।
দেখে আজ তোমাকে না দেখার সময়টাকে অপচয় করছি।।


আমি  হুইস্কি বা বিয়ার না খেয়েই যেন ঘাসপুত্রের মত দোদুল্যমান ,
তুমি শেখালে মন কে বেটে বেটে রামধনু করতে হয়।।


তবু আজও তোমার গন্ধে বহমান
বাতাস হতে পারিনি।
তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখার অনন্ত সুখটা থাকুক আমার মন বনে।
যেখানে কোনো পরিশ্রান্তের প্রতিচ্ছবি নেই,
আমাদের ভালোবাসা  নামক  ফুলের কোনো  নাম নেই।
ভুলে ভুলে আমাদের একটা পৃথিবী কুটির কেনা আছে।
যা এইই হৃদয়হীন মনুষ্য জাতির কাছে চিরকাল অজ্ঞাতই থেকে  যাবে।


রচনা–বিপ্লব দাস
তাং–২৪/১২/২০২২