"এই শহরের তলায়"
          বিপ্লব দাস


এই শহরের তলায় একটি সুখপিণ্ড আছে–
তা বোধহয় কেউ জানে না।
নববধূটি তন্ন তন্ন করে খুঁজেছিল, পায়নি।
অচেনা শহর থেকে আসা পথিকও খুঁজেছিল,
সে শুধু কয়েকটি কা কা ডাক শুনেছিল কাকের।
কিছু আবাসিক পড়ুয়া হাত নেড়ে মুচকি হেসেছিল, পাশের ছাদের মেয়েটিকে দেখে।
তবুও মনের চারপাশে–মনমরা গাছ  আঁকড়ে ধরেছে যেন।


আমিও খুঁজেছি–
সত্যি এই শহরের তলায় সুখের পালক সশরীরে  দীপ্যমান নয়।
জীবন নামক  যন্ত্রণার বিপাকে পরে
বলতে পারিনি–' সাহেব আমাকে দু'চারদিন একটু সময় দেবেন?


রচনা–বিপ্লব দাস
তাং–১৩/০৫/২০২২