এক ফালি চাঁদ
     বিপ্লব দাস


সুদূর  দিগন্তে নীল আকাশ পাড়ে
           একটি নীল পাখি
দূর থেকেও তাকে দেখা যায়।
হৃদয় দ্বারে একগুচ্ছ কষ্ট কাহিনী
বিরহ যন্ত্রণায় ফুটে উঠত নীল রঙে।
তবুও জরিয়ে ধরত ঊষার মত
               নিজের বাসা ছেড়ে।
প্রতিটি ঊষার আলোতে।
তার ফোঁটা ফোঁটা অশ্রুজল খেয়েছে সমীরণ,
হৃদয় খেয়েছে না খোঁজা অন্ধকার।
শুধু সময় খেয়েছে সময়ে
দিন খেয়েছে  রাতকে।
তবুও ফাঁকা জায়গাটা আজও শূন্যস্থানে
তারই পরিসীমার শুধু অবশিষ্ট চরিত্রে
কত কথা, কত ছবি, কত ভালোবাসা, লজ্জাহীনভাবে–
এগুলোই হয়েছে কবরের মাটি পৃথক সত্তায়
জীর্ণ শরীরটা  চাপা দেওয়ার জন্য।


তবুও বোঝেনি কেউ নিল পাখিটির মায়া,
বসন্তের কৈশোর পেল না আজও ঠিকানা
   প্রত্যহ  ব্যথিত ছায়া শুধু ছায়া।
শুধু কি ছুঁয়ে যায় তাকে এক দুঃস্বপ্নের রাত?
না সত্যিই বাস্তবে এক ফালি চাঁদের মত আঘাত।।


রচনা– বিপ্লব দাস
  ২৫ জুলাই ২০১৮
রাত ৭টা ৪০