"একাকীত্ব"
         বিপ্লব দাস



যে পাখি রাতে ডাকে
তার ভীষণ দুঃখ
সে ভীষণ একা।


এই যে তুমিও ডাকছো
আমায় রাতে ,
অবিশ্বাস্য প্রবাহ  বিশ্রামে।
কোলাহলপূর্ণ হৃদয় থেকে জলছবি ভালোবাসা আমায় দিতে চাইছো।
আমি শুধু হ্যাঁ সূচক সম্মোধন টেনে সান্তনা দেবার প্রচেষ্টা করছি মাত্র।
আমি কিছু করতে পারছি না,
বুকের মধ্যে তুমুল আর্তনাদ হচ্ছে।


সোহাগের সমস্ত পৃথিবীর সৌন্দর্যের ছোঁয়ায় আমায় বললে –"সারা জীবনের জন্য তুমি আমায় করে নেবে "
অনভ্যস্ত এমন কথায়
মনে হচ্ছে আমার কর্ণ যুগল ঠিকঠাক শুনছে তো...?
তুমি কথাগুলো এমন ভাবে বললে,
মনে হয় একাকিত্বের সঙ্গে তোমার বহুদিন একাকী সহবাস।
তা আমি খুব বুঝতে পারছি।


এখন তোমার রুপালী বয়স,
ঠিকানা জুড়ে পুরুষের ভ্রমণ।
তবুও আমি কেন ?
আমিই কেন তোমার ভাবনা জুড়ে ?
তোমার নিঝুম ভালোবাসায় ভাসাতে চাও হৃদয় সরোবরে।


তবু সুমিষ্ট সুরে বলে ওঠো,
আমার জন্য কবিতা লেখো তো...
আমি কথাটা শোনা মাত্র স্তব্ধ হয়ে যাই।
বুঝিনা হঠাৎ আমার ভিড়ে হারানোর মানেটা কি ?
হয়তো দীর্ঘ রজনীর ফুটপাত ধরে সেও ভীষণভাবে একা চলছে,
  আমার মতই জীবন পোড়া মানুষের সে
শুধুমাত্র সঙ্গ পেতে চায়।


রচনা–বিপ্লব দাস
তাং–১১/১০/২০২২