"একটি আঙুল ছুঁয়ে দাও প্রিয়"
                     বিপ্লব দাস


আমার একটি আঙুল  ছুঁয়ে দাও প্রিয় –
সমস্ত দুঃখগুলো ধুঁয়ে যাবে।
আমার হাতের একটি আঙুল ছুঁয়ে দাও–
              পাখির মত দিশেহারা মনটা একটু বিশ্রাম পাবে।
সময়ের দীর্ঘ  জখমে  শেষমেষ তোমার আঙুল গুলির চাই মায়াবী স্পর্শ।
আমার এই টুকুই চাওয়া, এর বেশি কিছু চাওয়ার নেই।


বুকের মধ্যে একটা বুকব্যথা দরজা ঠাঁই দাঁড়িয়ে থাকে
ধূলিঝড়ে, সর্দিজ্বরে, অবসাদে, বেদনায়–
           দু চোখের পাতায় ঘুম আসেনা ।


আমার  একটি আঙুল ছুঁয়ে দাও প্রিয়–
      এই আঙুলেই নামবে পবিত্র প্রভাত
     কুহেলি সুরে উড়বে দুটি লাভ বার্ড।
তারা ভিজবে ঘাস শিশিরে ,গোধূলির লালিমা আলোয়।


আমার একটি আঙুল ছুঁয়ে দাও প্রিয়–
সেখানে একটি কচি শান্তি ঘাস জন্ম নেবে
        সেই ঘাসে শিশির বিন্দু, সুখের রোদ্দুরে টলোমলো করবে।


সারাদিনের কর্মব্যস্ততার পর তোমার কন্ঠকলি
আঁধারে, সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়ে
         মনের কানা গলি গুলোতে।


আমার একটি আঙুল ছুঁয়ে দাও প্রিয়–
                   এই  আঙুলটায় কুঁড়ি থেকে রূপান্তরিত একটি গোলাপ–
শুধু তোমার একটু আলতো ছোঁয়াতে ফিরে পাব  পুনরায় ছন্দময় জীবন।।
আমার একটি আঙুল ছুঁয়ে দাও প্রিয়।
না হলে হব  আমি মাঝির মত আহত।


রচনা–বিপ্লব দাস
৩ আগস্ট ২০২১