ফিকে রঙের জলসা
         বিপ্লব দাস



প্রিয় মানুষের ক্ষণিক আঘাতেই আমরা ভীষণ আঘাতপ্রাপ্ত হই।
প্রিয়মানুষের আঘাত, প্রতিঘাত, সময়ের অজুহাত আমরা কেউই চাইনা।
তবুও জীবনের সঙ্গে সময় অবলীলায় নির্মম এ খেলা খেলে যায়।


আজ প্রভাতে প্রদর্শনী হচ্ছে শহর জুড়ে আমারও মন খারাপের আমন্ত্রণপত্র....


ভালোবাসার  নাড়িভুঁড়ি, নক্ষত্র, একটা গোটা ব্রহ্মাণ্ড, একটা মায়াধারি  মন তোমার কাছে যাপিত করেও,
তুমি বলছো–" এ তো লোক দেখানো ভালোবাসা
এতটা অতিরঞ্জিত দেখানো ভালো না"।


তোমার তো মন ছিল না ভুলে ভরা মশলায় গড়া ।
তবু বেনামী দিবসে হয়ে গেলাম আমি তোমার কাছে কৌতুকের রাজধানী ।
কাঁচ ভাঙ্গা টুকরোর মত আজ মানচিত্রে নিলামে তুলে,
কাঁচ ভাঙ্গা চরণে কেটে ফালা ফালা করছো আমার আকাশ ছোঁয়া  ব্যাপ্তিটাকে।


আঘাতের আগুনেই পুড়বো,গলবো ছাই হবো।
তবু প্রিয়মানুষটি দাঁড়ি, কমাহীনভাবে ভালোবাসার নিষিদ্ধ জারি করছে।


বুঝেছি, জনমে জনমে প্রেমিকেরাও অকারনে মরে, আর আমাদেরও স্তব্ধতার অরণ্যে ছুঁড়ে দেয়।


প্রিয় মানুষের ক্ষণিক আঘাতেই আমরা বেশি আঘাতপ্রাপ্ত হয়।


এই 'ক্ষণিক' শব্দটি আজ ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করছে,
মন সহ্য করতে পারছে না ।
নির্ভেজাল ভালোবাসার পদচরণে ধুলাস্তূপ জমে গেছে।
তুমি কি বিন্দুমাত্র বোঝোনা?


তুমি অকারনেই সমাপ্ত হতে দিও না ,
নিখোঁজ হতে দিও না এই দূরত্ব বিরহীপ্রেমকে।
তোমাকেও ঘোষিত করছি প্রিয়তম,
আমার ভালোবাসার অতিরঞ্জিতের জন্য মনে
মেহেদী গাছের রোপন ছিল না।
তবুও কি অপরাধে মুখ ফিরিয়ে নেওয়া?
বুঝিনি, তোমার মন বদল হয়।
আমি ভুলেই গিয়েছিলাম তুমি মানুষ।


তবু তোমার কাছে আমার অনুরোধের সাগর উৎসর্গ করছি।
আমাকে একা হতে দিও না এই শহরে,
মন ভালোর ফোয়ারা, ফিকে হবার বিজ্ঞপ্তিতে  যে ছেয়ে যাবে।


রচনা–বিপ্লব দাস
তাং –১৪/০৭/২০২২
সকাল৮টা ১৫