গরম কড়াই
       বিপ্লব দাস


বদ্ধ মায়াজালের মাঝখানে আমি–
তবুও কেন জানিনা?
কাঁচ ভেদ করে আমায় স্পর্শ করার আকাঙ্ক্ষা
নির্জন ভাবে সোফায় বসে থাকা,
মাথায় থেকে কিছু বের করার জন্য
কিছু অনুভব করা।
রূপসজ্জা আঁধারে কচি কুঁড়ি সম্পূর্ণভাবে রাত্রি যেতে ফোঁটা–
আমিও এক তৃষ্ণার্ত বিভা
জ্বলন্ত মালা পড়ে নিতে চায় গলে ।
শোভার পরিমলে ফুলে– ফুলে সাজালে রাস্তা।
তবুও চেয়ার-টেবিলের ন্যায়
জড় বস্তুর মতো বসে আছি একা।
কখন হ্যাঁ– হ্যাঁ হ্যাঁ কখন
স্নিগ্ধ ঝলমলে আলোর মাঝখানে
কপালে দিয়ে যাবে চুম্বন।
গরিয়ার বাজারে সেই ধুলোমাখা ছেলেটা
খরতাপে দাঁড়িয়ে–
ফোঁসকা পড়া হাতখানা দিয়েছে মালিক পুড়িয়ে।
খাবার দেবার বদলে, পোড়া গরম খুন্তি
অসম্পূর্ণ রূপের একখানা তুলে রেখো ছবি।।


      রচনা– বিপ্লব দাস
    ৭ নভেম্বর ২০১৭( মঙ্গলবার)
    স্থান– কলকাতা