গল্প
   বিপ্লব দাস


আমার সঙ্গে আমারও আর গল্প হয় না।
হৃদয়ের জানালা দরজা কবেই করেছি  বন্ধ।
তৃষ্ণা'র মেঘগুচ্ছ এসে হৃদয়ে হয়েছে জমা,
তবুও হয় না কষ্ট।


শুধু তুমিই ছিলে আমার গল্পের উৎসপ্রভা–
অজানতেই বিকেল পেরিয়ে রাতের জোনাকি দেখা
সাঁঝের মমতা সুর, সেই গতিতেই
পেরিয়ে যায় কত অজানা গল্প।
শীতরাতে চাদর মুড়ি দিয়ে বা বর্ষাপ্রবল দিনে
তবুও ছাড়োনি তুমি আমাকে।
ঝাল মুড়ি খেয়ে হত গল্প, চলতো গল্প।
অবুঝ শিশুর মত মনমুগ্ধ ভাবে
কথাগুলো শুনতাম
আলোকিত সন্ধানী রাস্তা খুঁজতাম।
"কখনো এক ফালি চাঁদ এসে গল্প শুনে, হেসে হেসে চলে যেত"।


আজ সব নিভন্ত আঁধার ঘর,
মাছের আঁশটে এর মত লেগেছে আছে দেওয়ালে সামান্য শব্দমালা,
হয়েছে গল্পের মৃত্যু,
হয়েছে আমার,
আজ মনে হয় তুমি আমার গল্পের শেষ পর্ব,
হয়েছে কি সত্যি তোমারও মৃত্যু?


রচনা–বিপ্লব দাস
১৩মার্চ২০১৯
সন্ধ্যে৬টা৪৫