ইতি বিয়োগ মন
           বিপ্লব দাস


শেফালী, আজ আমার আশি–
তুমি ঝড়া পুষ্পের মত কবেই হয়েছো বাসি।
আমি আঁধারে গুটিসুটি মেরে বসে থাকি,
বয়স্ক মুখ, পাকা চুল দাড়ি নিয়ে
ভালবাসতে চায়নে কেউ আর–
অপেক্ষা করি আমি
                 তোমার কাছে যেতে।।


শেফালী, তুমি আছো হাওয়ার মত চারপাশ ঘিরে–
তবু তুমি নেই;
তবুও  স্পর্শময় হৃদয় ধূ ধূ বালুচর–
আঁখিশ্রু মুছবো কোন আঁচলে?
নেই তোমার শাড়ি, নেই শাল
তোমার  ব্যবহৃত আলমারি আজ শূন্যস্থান।


শেফালী,  তুমি তো জানো ভালবাসতে দুটি মন লাগে।
হয়েছে শুধু তোমার মনের বিয়োগ
পারব না দিতে তোমার ভালবাসার বর্ণনা
ঘরবন্দী স্মৃতি  রেখেছে বিধাতা
                  তবুও আমি একা।


শেফালী, তুমি জানো না......
তোমার দেওয়া সঞ্চিতা, ভগবতগীতা–
কতশত বই আমার কেনা–
জঞ্জাল ভেবে বিক্রি  করেছে বৌমা।
অবুঝ ছেলে ঘোরে বাইরে বাইরে,
মারিয়ে  আসে কাদার পর কাদা
আমি কাউকে বলতে পারি না,
আমি খুব কষ্টে আছি শেফালী
শোনাবার নেই আমার কথা.......
                        
                                      ইতি–
                                         বিয়োগ মন
রচনা–বিপ্লব দাস
২৭ ফেব্রুয়ারি ২০১৯
সন্ধ্যে ৬টা২২ মিনিট