জীবন্ত অক্ষরে
       বিপ্লব দাস


দৃশ্যমান রঙ্গমঞ্চে পৃথিবীটা যেন অদ্ভুত,
কখন ঠিক কখন ভুল–
সময়ের সঙ্গে আমরা তাল মিলিয়ে।
অবশেষে পৃথিবীটা ধ্বংসের দিকে
সহজে কী কেউ ছাড়তে চায়
রঙীন পৃথিবীকে?
প্রতিনিয়ত জীবনের ক্ষুধা বেড়েই চলেছে,
রোগটাও নেই আর থেমে
প্রবেশ করেছে ছায়ার মতো
প্রতিটি শরীরে।
সবাই নিঃসঙ্গ বেদনার ভারে
এই ভাবে একদিন পৃথিবীটা
যাবে অদৃশ্যের মুখে।
সত্যিই লিখে দিলাম আজ জীবন্ত অক্ষরে          
     চীরদিন থাকবে না কেউ
এই পৃথিবীর বুকে
যেতে কী পারবো সবাই
পৃথিবীতে ছাপ রেখে?
  
  রচনা– বিপ্লব দাস
কাব্যগ্রন্থ-  'স্বপ্ন '(২০১৭)