জনশূন্য
     বিপ্লব দাস


বাঁধন ছিঁড়ে একদিন যাব জনশূন্য এ হারিয়ে।
যেখানে শুধু গাছগাছালি, বিহঙ্গের কূজন–
সবুজ লতাপাতা আর সবুজ ঘাসে ভরা
স্রোতস্বিনী পাশ দিয়ে আর ঝর্ণা
আর সুমধুর কূজন বিহঙ্গের ভিড়।


আজও বন্দি আমি জীবন সৈকতে
সুখ– দুঃখে ভরা প্রিয়জনদের সাথে।
চাইনা আর প্রিয়জন' বহু মানুষজন
চাইনা কখনো আসুক শুভক্ষণ,
চাইনা কখনো নবীন আত্মীয়তার বন্ধন।
খোলা আকাশের তলায় আকাশ ভরা তারা,
অবুঝ প্রাণী দের সাথে গড়বো ভাব ভালোবাসা।
নিজেকে বিলিয়ে দেবো নদীর স্রোতের মতো,
একদিন তাদের রঙিন ভালোবাসায় হব জর্জরিত।
জনশূন্য দুনিয়ায় চাই সবুজ লতাপাতার আলোয়,
প্রাণ ভরে যায় প্রকৃতির পরিমল।।
বাঁধন ছাড়া চাই আমি অজস্র ভালবাসা
শূন্য মনে আমার বিপুল আশা
সুখ-দুঃখ ভাগ করব,
অবুঝ প্রাণীদের সাথে,
বাঁচার আকাঙ্ক্ষা শুধু নিবিড় জ্যোতির পথে।


রচনা–বিপ্লব দাস
কাব্যগ্রন্থ–'স্বপ্ন'(২০১৭)