কাক আর কবি
              বিপ্লব দাস


কাক নেই তাই কাকের অভাব,
দিন রাত্রি বেড়েই চলেছে
                    কবিদের প্রভাব।
দিনে দিনে হচ্ছে ক্ষুধার্ত
                      কাকের মৃত্যু
দিনে দিনে হচ্ছে নবীন
                    কবিদের জন্ম।
প্রতিনিয়ত কাকেদের হচ্ছে
                           মরণ যুদ্ধ
কাক একদিন শুধু ছবি হয়ে,
নবীন এক অজানা ছেলে উদ্ভবিত হবে কবি হয়ে।
শুধু তখন ক্ষুধার্ত কবিদের
                        সমাগম
পথে ঘাটে বেরোলেই কবিদের
                     দেখা যাবে
বিন্দুমাত্র হারাবে না সূদূ প্রসারে
অদৃশ্য হবে না কখনো নীরবআঁধারে॥
  
          রচনা– বিপ্লব দাস
           কাব্যগ্রন্থ–'স্বপ্ন '(২০১৭)