"কাল শুনবো"
           বিপ্লব দাস


আজ আর নয় কাল শুনবো।
সূর্য ওঠার আগেই তোমার মনের গহীন কথা,
  সাঁই সাঁই  করে উড়ছে নীলু আমার মনের ব্যথা।
আজ আর সড়ক কাঁটায় পা বিঁধে করবো না দেরি,
আমার তাড়া আছে যেতে হবে বাড়ি।


আজ আর নয় কাল শুনবো।
দুঃখের দিন দুঃখরাই আজ দুঃখ আস্বাদন করুক ,
বাড়িতে আছে একটি ছেলে একটি মেয়ে আমার
আমি ছাড়া দিন কাটছে অনাহারে,
শুকনো মুখে ক্ষুধার্ত পেটে শুয়ে আছে পড়ে।
জঠর– বেদনায় এই আকাশই খেতে চাই নিমিষেই
নেপথ্যে নৈতিক নাগরিক ধুঁকছে ধুম্রবর্ণে,
বিলিয়ে দিয়েছে সর্বস্ব যে  কোথায় গেল সে  কর্ণে?


আজ আর নয় কাল শুনবো।
ভাবি না তোমার কথাটা বড্ড জরুরী,
তোমরা তো দেহপর্যটক আমরা  পণ্যমাল দর ওই তো পাইকারি।
ছেলে মেয়ে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়,
ঘুম নেই তাদের চোখে এতক্ষণে বুঝি খেয়েছে উনানের  ছাই।


আজ আর নয় কাল শুনবো তোমার কথা।
রাত গেছে দুয়ার ঠেলে, সকাল গেছে, দুপুর গেছে, আর এখন তো সন্ধ্যাবেলা
কাকে, কাকে বলছি আমার দুঃখের কথা?
কেন করছ  শিরদাঁড়া বাঁকানো রসিকতা?
আমি যদি না পারি  দু মুঠো অন্ন তুলে দিতে,
তখন দুনিয়াটাই আমার কাছে খাদ্যবাক্স ভুল হয় না বিন্দুমাত্র বুঝতে।


রচনা–বিপ্লব দাস
তাং–১/০৭/২০১৭