"ক্ষণিক অসুখ-বিসুখ"
               বিপ্লব দাস


আমার 'তুমি' টা বহুদিন ধরে  ফ্যাকাসে হয়ে পড়ে আছে।
জানালায় প্রথম ছুটে আসা ভোরের আলোতে ভীষণ রকম অসুখের ঘোর।
রংয়ের পাল্লায় পাহারা দেয় রঙ্গিন স্বেচ্ছাসেবিকা,
হৃদপিন্ডে পৌঁছায় নেই বহুদিন ভালোবাসাবতী শ্বাস-প্রশ্বাস।
আমার 'তুমি' র গর্ভ-গৃহ থেকে তুলনামূলকভাবে রঙিন পালকগুলো তছনছ করে খুঁজে পুড়িয়ে দেয়।


তাদের খাদ্যই" রঙ "।
তবুও আমার বসন্ত খেয়ে, পৃথিবীর এত এতটুকু রঙ ফিকে হয়ে যায়নি।


কয়েকদিন আগে,
আমার মুখের পাশ থেকে উড়ে যাওয়া হাসিমাখা প্রজাপতি গুলো দেখে
তুমি বললে– বাহ, হাসিটা তো খুব সুন্দর,
মুখটা খুব মায়াবী,
আমার খুবই ভালো লাগছে।
এই ধোঁয়া ওঠা শহরে আমায় সে দখল করতে চায়,
উপরে উপরে  রং মাখা তুমিটাকে।
এ তোমার ক্ষণিক অসুখ-বিসুখ, ভুলে যাবে দমকা হওয়ার  কলরবে,
যদি ভালবাসতে চাও কতগুলো জ্বলজ্বলে গোধূলি মরে আছে ,
সেসব মৃত কবর তোমায়  মাড়িয়ে আসতে হবে।


তোমায় হতে হবে না আমার নয়ন তারা,
প্রতিটা পঞ্জিকা জুড়ে আমার 'তুমি'টা থাকুক খুঁতখুঁতে।।


রচনা–বিপ্লব দাস
তাং–২/০৮/২০২২