কবিতা লেখার চেষ্টায়
                    বিপ্লব দাস


       কবিতা লেখার মত সাধ্য নেই আমার
                              আমি নইতো কবি,
            শুধু লিখি মনের আনাগোনা ছবি।
           খুঁজে  পেয়েছি এরই মাঝে সুখ,
           আনন্দে আজ খুলেছি আমার মুখ।
          ক্ষুধা মন মুগ্ধ কবিতার ছোঁয়ায়
   কবিতা শুনে রাত খেটে যায় ' রবি'র কবিতায়।
              লেখার জন্য পায়না উৎসাহ
                        পাইনা প্রেরণা,
        দিনে দিনে জমেছে কবিতা লেখার যন্ত্রনা।
            মন জুড়ে শুধু আজগুবি কথা–
         লেখার কলম করেছে চোখ বন্ধ,
         আমি এক পথের অভাগা অন্ধ।


                   কিছু কথা মনে রাখি,
                   কিছু কথা তুলে রাখি
               ভাবি কবিতা লিখবো বলে
             দিনটা পেরিয়ে যায় ইচ্ছার মুখে
                  কেবলমাত্র লেখার যন্ত্রণা
                     এই বিদ্রোহী চোখে ।


            পারি না যে কবিতা লিখতে.....
         হার মানবো না তবু ভারাক্রান্ত মনে–
              শুধু কবিতা লেখার আশায়
             আজও আমি একলা নির্জনে।
      লেখার জন্য বাকি শুধু কলমের কালি
          চেয়ে দেখি খাতার পৃষ্ঠায়
                 জরাজীর্ণ অবস্থায়
                 হারিয়ে যাবো আজ
               কবিতা লেখার চেষ্টায়।


            রচনা –বিপ্লব দাস
           ৭ জুলাই ২০১৫
         কাব্যগ্রন্থ– 'স্বপ্ন '( ২০১৭)