কলমের কালি
                             বিপ্লব দাস


আয়ুহীন নয় কলমের কালি,
চলতে থাকবে বলতে থাকবে–
         অন্ধভাবে অনর্গল কথা,
যতদিন আমি আছি জ্বলন্ত পৃথিবীতে।
জীবনের অভিপ্রায় রাত কষ্ট দুঃখই আমার প্রেমিকা
প্রবাদ বাক্য বলে অর্থহীন আমার কাছে।
নিজের কথা নিজের কাছে আসে যখন ফেরৎ–
প্রিয়জনের প্রশ্নবোধক কথা
মনের মাঝে  ছ্যাঁকা লাগে
ফাটল ধরতে থাকে, থাকেনা জলের রেখা।


নিরস মস্তিষ্ক–
হয়ে যায় মানসিক রোগের পিরামিড
নিয়মানুগের ছন্দে হই পতন
অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না
ঝকঝকে অভ্রের মন।
আহারের দ্বিপ্রহরে উড়ে আসে ধূলোবালি
ভাবি অলংকার গহনার কনা
পাঠিয়েছে আমার জন্যই ধাত্রী মা।


তৃণবহুল ক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করতে–
হাজারো ক্ষমতাশালী সৈন্যদলের সঙ্গে
কার কত ক্ষুদা প্রমাণ হবে যুদ্ধে
শক্তিতে নয় বুদ্ধিতে।
দুধের দাঁতে পারব না তোমাদের হারাতে
হারটা যে আমারই 'জয়ী' তোমাদের নগণ্য মনে হতে পারে
তবু ছাড়বো না খাব গিলে গিলে।
যুদ্ধবিরতি হবো না তোমাদের ভয়ে
মোমবাতি জ্বালিয়ে পথ অবরোধ করব প্রতিজ্ঞার সূত্রে।


গর্ভপাত হয় যদি আমার কলমে
আমার মুখও ভুল গণনার দর্পণে
প্রাণ আছে যতদিন আমার
আজ নয়তো কাল আমার কলম ঝলমলে।।


                               রচনা– বিপ্লব দাস
                     তাং–৮/০১/২০২১৮ রাত ১০টা৫