মাধবীলতা নয়
বিপ্লব দাস


মাধবীলতা নয়–
অজানা এক লতা আমাকে জড়িয়ে ধরতে এসেছে।
তার দেহের এক একটা   বাড়ন্তের ঢেউ,
প্রতিটি পদক্ষেপে আমাকে চায়।
জানিনা কি তার আশা
              কি তার ভাষা?


আমার কাছে প্রকাশ করতে চায়।


সকলের থেকে সে যেন জ্ঞানী, বুদ্ধিমতি
বুঝিয়ে দিতে চায় তার জ্ঞানের পরিধি।
সকালে কাজ শুরু করার আগে
তাকে দেখেই আমার যাত্রা
              রাত পর্যন্ত।
সে যেন বেড়েই চলেছে দিশাহীন ভাবে।
তাকে শুধু আমি একমনে চেয়ে দেখি–
কখনও স্পর্শ করিনি
হয়তো একটি বার করেছিলাম।
কত লোক তার মুন্ডু ছিঁড়ে দিতে চায়
জীবনের শেষ টুকু উপরে তুলে দিয়ে ও
আমাকে বিয়োগ করে।
আমার বাক্যে  শুধু অনুরোধ– ছেড়ে দাও তাকে ছেড়ে দাও।
মনে মনে বলি
সে তো আমাকে চায়
সে এক অজানা সবুজের লতা।


বিশ্বাস করেছিল আমায়,
আরো কিছুটা দিন বাঁচবে বলে
ভাগের অন্তিম কাল পর্যন্ত।


তবু তারা আশা ভাষায় প্রকাশ করলো–
আমি বাঁচতে চাই ,আমি বাঁচতে চাই
তোমার হৃদয় জুড়ে
কানে এসে বাজলো তার নির্বাক কথা।
আজ ভাগ্যচক্রে তার মুন্ডু ছেড়ে দিল এক ভন্ড মানুষ।
বাধা দেওয়ার সাধ্য টুকু পেলাম না
চুপচাপ দেখতে হল মুখ বুঝে
                             চোখ বুঝে;
কাপুরুষের মত।


আমি তাকে আজ কি বিশ্বাসের মূল্য দিলাম?
শুধু চোখের জলে রক্তের রং বদলে না
তবু তার রক্ত মেখে নিতে চাই আমার শরীরে,                                                         আঙ্গুলের ডগায় ,চোখ–মুখে
লজ্জিত কাপুরুষ থেকে মুক্তি পেতে
তেজবান  হই যেন পুরুষ রূপে–
অজানা লতার রক্তের সুবাসে।।


      রচনা– বিপ্লব দাস
   ১১ আগস্ট ২০১৮