মানুষরূপী নয়


কেউ কেউ জেগে থাকি রাতে
এপাশ ওপাশ করে
স্থিরতা নেই।
দীপ্রাস্র হয়ে ওঠে শান্ত শহরের বুকে।


তারা কবিতার আয়না
কবিতার সমস্ত ক্ষতবিক্ষত চিত্রকল্প
কাঁচের গুঁড়োর মতো বিঁধে যায় হৃদয়ে তাদের
সমাজের আয়ু বাড়ে  দিকভ্রান্ত অভ্যাস তকমায়।


জীবনের ভেতর সঠিক জীবন দেখতে দেখাতে
সেসব মানুষ ব্যালকুনির কোনে দাঁড়ি চিত্র মাত্র...
তুমি বা তোমরা জেগে কি উঠবে?
পারবে কি নগ্ন কবিতার জামা পরাতে?
আর সেসব মানুষের শুভ চিন্তার সহচরী হতে
না জীবনের জীবনটাই বানাবে জল্লাদে...


রচনা–বিপ্লব দাস
তাং–৩০/০৪/২০২২