মায়া মানুষ
     বিপ্লব দাস


ওরা তোমায় ভুলে যাবে,
ওরা ওদের জীবন সময়ের খেলা নিয়ে ব্যস্ত ।
মাঝে মাঝে স্মৃতিঝড় নিয়ে কেঁপে উঠবে,
মানুষ মানুষকে মনে রাখার পিপাসা শুধু কিছুদিনের।
তারপর তারা ধীরে ধীরে এক ঝটিকায় ভুলে যায় সমস্ত দৃশ্যভূমি ।


সবাই ভুলে গেলে,
আমি তোমায় মনে রাখবো।
আমি তোমার মায়া মানুষ।
ভীষণ তুমি দুঃখ পেলে–
এই অধমকে জড়িয়ে নিও।
  দিগ্ব্বেদিকে  জ্বেলে থাকা আমিই তোমার প্রদীপ।


তবুও যদি তোমার একাকীত্ব পিছু না ছাড়ে–


পশ্চিমের দেয়ালে টাঙানো আছে একটি ছবি
  সে তোমায় আলো দেবে–
       সর্বদা শান্তি দেবে –
       শুধু ও দুটি নয়ন চেয়ে দেখো ।


রচনা–বিপ্লব দাস
তাং–১২/১০/২০২২