মায়ার স্বপ্নজাল
      বিপ্লব দাস


অগাধ ব্যস্ততায় তবুও তোমায় মনে পড়ে,
শত শত কোলাহল মানুষের ভিড়ে।
খুব খুব করে মনে পড়ে তোমায়।
আজ  একাকীত্ব চার দেওয়ালে
তোমার কারিশমায়, নিজেকে বড্ড অসহায় পাখি মনে হয়।
নিজেকে খুঁজে পাইনা এই স্বর্ণালী দিবসে,
                                সন্ধ্যা প্রভাতে,
                   ঝুম বৃষ্টির নুপুর আওয়াজে।
ঠান্ডা জলের ঝাপটা দিয়েও মনে হয় নিজেকে অচেনা।
আমার মন সুঁতো  টেনে জাগিয়ে দেয় শুধু বন্ধুরা।
শুধু তুমি তুমি তুষারঝড় চারিদিকে,
               হু হু করে মন কাঁদে
মন খারাপের  পেয়ালায় আজ ডুবে যাচ্ছি।


     তুমি নিশ্চিন্তে বিচ্ছেদ টা টেনে দিলে.....


তুমি চলে গেলে এর কোনো কারণ নেই
তুমি এমন কারণ দেখাতে পারবে না আজীবন
শুধু মায়ার স্বপ্নজালে দেখালে ক্ষণিক প্রত্যাশার আয়না
তোমার হাতের তিন ভাগ জল রেখায়
    স্বর্গ সুখের মত আস্বাদন করেছি দারিদ্রতা
               তোমাকে বলে ।
আমার নিজেরই ভুল নিজেকে ফুলের মতো বিছিয়ে দেওয়া।


আমার অভিমানগুলো কাচের গুঁড়োর মত ছড়িয়ে দিলে বিষাক্ত বাতাসে
তবু তোমার দীর্ঘায়ু কামনা করি
শুধু শুধু আয়ু কমলো আমার সূর্য ,চাঁদ ,রাত, সন্ধ্যা আর প্রভাতের।
তোমার স্মৃতির পাতায় আমিও আর সবুজের রেখা নই ,
কখনো আমায়  মনে পড়বেনা।


তবে কেন এই অবেলায় ডেকে  নিঃস্ব করলে?
        কেন ডুবিয়ে দিলে আমায়?


রচনা–বিপ্লব দাস(রাহুল)
  ১৩ আগস্ট ২০২১