"মেঘের মশারী"
     বিপ্লব দাস


শহরের ভিড়ে দাম্পত্য দুটি সোনালি মাছ হারিয়ে গেছে।
দুটি পরিবারের আগুনের আঁচে  তখন তারা
অক্সিজেনবিহীন পতঙ্গ ছিল ।
হারিয়ে যাওয়া দুটি মনে বিজ্ঞপ্তি ছিল এ শহরের বাতাসে,
বুকে নিয়ে কংক্রিট কয়েকটি জ্বলজ্বলে শব্দ
"আছি তো ভয় পেয়ো না প্রিয়"।


নিয়ম করে  এ
শহরে ভালোবাসা হয় না,
হুট করে কেউ মাথার উপর ছাতা ধরে না,
দীর্ঘ রাতে প্রেমিকার নাম জপে কেউ ঘুমায় না,
অমাবস্যার রাতে চুম্বন বৃষ্টি ঝরে না,
নিয়ম করে চোখে চোখ রাখা যায় না,
অনিয়মের মনে কুহু কুহু ডাকে একদিন জড়াজড়ি স্পষ্ট সুখে,
আঁতকে উঠি সবাই,
বিশ্বাসের জন্ম মিথ্যে মনে হয়।


সোনালি মাছ দুটির অতল মৈত্রী,
'ভ'যোগে ভালোবাসার দ্বীপে তারা জয়ী।
শহরের  দিকভ্রান্ত পাখিরা যতটা না জানে,
নেশাগ্রস্ত ও মানুষেরা যতটা না জানে
শ্যাওলা ধরা স্তুপ সমস্ত স্মৃতি তাদের মুখস্থ।
তারা কেউ জানে না কে বেশি বাসাটা
সুন্দর করে সাজিয়েছে,
কে কাকে বেশি মন দিয়েছে,
সূর্যের প্রাণবন্ত নিঃশ্বাস জানালায় প্রথমে এসে উঁকি দেয়।
প্রভাতে এ ছোট্ট পাখি গুলো শুনিয়ে দেয় আবৃত্তি।


না বুঝেই ভালোবাসো, ভালো থাকবে
হারানো সোনালী মাছের মত ।


অবুঝ প্রেমিকদের আমার দীর্ঘ শুভেচ্ছা
বুঝে নেবে  ভালোবাসার সমস্ত নামাবলী
প্রেমিকাদের  মনের সাথে মিলিয়ে এনে দেবে একদিন মেঘের মশারী।


রচনা–বিপ্লব দাস
তাং–২৭/০৩/২০২২