"মিসিং ডায়েরি"
         বিপ্লব দাস


গতকাল থেকে বড্ড ফুরফুরে আছি।
দিনবধূ সহজেই চোখের সামনে  আনন্দের সম্ভার এনে হাফ ছাড়ছে।


এমন আনন্দ আমার দরজায় কড়া নাড়ে বিরামহীন ভাবে,
আমি এইই সুখের জ্যোৎস্না ঝরে পড়ুক,
চাই না।।


তবুও আমি কেন ভুল করে সমস্ত দুঃখ, বিরহ, অভিমান, ভালো থাকা, না থাকা,
প্রিয় মানুষের কাছে  নিলামে তুলে দিলাম,
বড্ড বেশি ভুল হয়ে গেছে,
কাঠঠোকরার মত ঠুকরে ঠুকরে  সমস্ত দুঃখ তোমার কাছে পাঠিয়ে দিয়েছি ।


সেই ক্ষণের অভিমানের পাহাড় ভেঙ্গে ভেঙ্গে
ধূলিকণা হয়ে বলে দিলাম– আমার কোন পিছু টান নেই, মায়া নেই,মমতা নেই,ভালোবাসাও পাওয়ার নেই।
আমি এই শহর ছেড়ে অন্য শহরে হারিয়ে যাব।
কেউ খুঁজবে না ,
কেউ খোঁজার  নেই,
প্রিয় মানুষটি নির্দ্বিধায় বলে উঠলো–" কেউ না খুঁজলেও আমি, আমি খুঁজবো তোমায়, তোমার নামে মিসিং ডায়েরি দেবো"।


সত্যিই মনের দুঃখ নিলামে তুলতে নেই।
তবুও প্রিয় মানুষটি নাছোড়বান্দা,
ভরা সরোবরে পদ্মের মতো ফুটে থাকে সে।


আমার তো লোকসান...
সে দুঃখ পুষে পুষে একটা কবিতা হয়ে যেত।
বড্ড ভুল করেছি, আমি শান্তি পাবো বলে যন্ত্রণার হৃদপিণ্ড খুলে নিলামে তুলে দিলাম, তোমার শহরে,তোমার কাছে।
বেদনামাখা প্রতিটি অনুভূতি গ্রাস   করো আমার অন্ধকারে।
'আমি'কে ভালো রাখতে তুমি কেন এত ভালোবাসা ছড়াও?


আর আমার কবিতা তো হারিয়ে গেছে বহুদূরে..
  তার  মিসিং ডায়রি আমায় কে লিখে দেবে?


রচনা–বিপ্লব দাস
তাং–২৭/০২/২০২২