"মোহ মৃত্যুর ম্যাজিক"
           বিপ্লব দাস


মনে পড়ে আজও মনের গভীরে কতটা বিষ ছড়িয়ে গেছিল,
বিষাক্ত, বিবর্ণ মোহে ছিলাম আত্মহারা।
ক্লান্ত পাখিরা ফিরেছে বাসায়
আমি জেগেছিলাম,  কেঁদেছিলাম, উপবাসেছিলাম  উৎশৃংখল ভাবে।
অলীক ছোঁয়াচে হয়েছি প্লাবিত।


নীল আকাশের মেঘগুচ্ছগুলো ক্ষয় হয়েছে,
                     অযথা ভেঙেছি সময়ের সিঁড়ি।
তাই নিজেকে মানব বলে মনে হয় না আজ,
খুব খুব বেশি দেরি হয়ে, গেছে স্যাঁতস্যাঁতে বসস্থান করে–
এ আমার গগনচুম্বী ত্রুটি।


জ্বর এসেছে বারংবার ঐশ্বর্যের  দেহ– পটে–
সাঁঝের গোপনে  বেজে যেত  পিয়ানো সুর,
           কর্ণযুগল সজাগ ছিল না।


বুঝিনি তোমায় নগ্ন দিননাথ–
আমার সঙ্গে কথা না বললে চাতুরী প্রিয়া,
ঝলমলে সবুজে সবুজে তবু মনে হত তুমি অন্ধকার।


শাখায় শাখায় ছিল শুধু বিষন্ন সুবাসিত
এখনো মাঝে মাঝে বিবর্ণ হৃদয় পাতাগুলো দেখি;


প্রিয়ার অভিশাপে পাতাগুলো  মোহ মৃত্যুর ম্যাজিক উড়ছে।।


রচনা–বিপ্লব দাস
৬/৬/২০২১
সকাল১০টা৪০