মোহ
        বিপ্লব দাস


শুধু তোমার মুখোমুখি
আমার ছিল এই রুপালি পৃথিবী।
উজ্জ্বল দিনগুলো আজ হল নিঃস্ব ;
তোমার আমার –আমার তোমার নিষেধ মোহ  
পারিনি নিজেকে সামলে রাখতে
                           এক মুহুর্ত।
নিঃশ্বাসে-প্রশ্বাসে পূর্ণ ভালোবাসায় হয়েছি  মোহিত
পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থেকে নীল আকাশ
সবুজ গাছপালা, সপ্ত রঙের সৌন্দর্যের রূপ।
আর প্রিয়জনের আলতো  ছোঁয়াচে–
এসবই ছিল খোদাই করে আমার জীবনে।
আজ জীবনের শেষ প্রান্তে     জীবনটাই শেষ সম্বল
আমি শয্যা বন্দী রক্তরাগ বিছানায়
ডাক্তার দিয়েছেন ক্যান্সারের বিধান
প্রিয়জনের মুখ গুলো ভাসছে দুঃখের স্রোতে।


ডাক্তার সময় দিয়েছে আমায় আর এক মাসের
                               শুধু সময় দিয়েছে আমাকে থামিয়ে।
এ আনন্দের ঝড় বইবে কি করে?
মৃত্যুকে চায়না উপহার হিসেবে–
যেসব ঝলমলে দিন ছিল অতীতের ঝুলিতে
তার পরিধেয় রূপ রক্তিম হয়েছে আজ।
স্পন্দন আটকে আছে আমার এক বিন্দু শিশির ঘাসে।
সুবাসিত সন্ধ্যাকে ছাড়বোনা সুদূরে,
পার করবো ক'টা দিন আনন্দ উদয়ে।
ভয়ের অশ্রু জলে ভয় না করে।
জানি, জীবনটা  এক একটা পাতার মোহ                      আজ আমার জীবনটাই
শেষ মোহের সাগর সমান মূল্য।
              
                            


                     রচনা– বিপ্লব দাস
                   তাং–১৮.১২.১৭( রাত ১১ টা ১১)