মন
বিপ্লব দাস


মন কি আছে শুধু মানুষের?
সুপ্ত মনও আছে প্রাণীদের।
শিশুদের খিদে পেলে–
শিশুরা যেমন খুঁজে জননীর স্তন,
স্তন মুখে পেলেই শান্ত হয় মন।
এইসব জ্ঞান তাকে দেয়না কেউ বলে
জেনে যায় প্রকৃতির নিয়মে,                  
  জন্মকালে তার কষ্ট বা খিদে পেলে, জানায় কান্নার ছলে।


এই পৃথিবীর বুকে কুকুররা উচ্ছিষ্টের খাবার খেয়ে বাঁচে,
       তারও একটি সুপ্ত মন আছে।
রাত্রি বন্ধু হয়ে পাহারা দেয়  নিস্তব্ধ  গ্রাম শহরকে।
তার বাচ্চা হলে–
বাচ্চারা বোজা চোখেই খুঁজে তার স্তন,
স্তন পেলেই ভাবে স্বর্গ পেলাম এখন।
সে এক অবুঝ শিশু তবুও বোঝে সব কিছু
মা সন্তানের এটাই অন্তরের টান,
মানব সমাজ তবুও বোঝেনা তাদের ব্যথাতুর প্রাণ।


তারা নিজেদের ভাষায়  নিজেরাই  জ্ঞানীগুণী,
শীতরাত্রে ঢাকে তার বাচ্চাদের নিজের শরীরখানি।


সে বুঝে যেন বাচ্চার জন্য কষ্ট নাহি লাগে,
এই কথা সত্য যে তারও একটি সুপ্ত মন আছে
মানুষ গেলেই কাছে ঘেউ ঘেউ চিৎকার করে
হিংস্রতা ব্যক্ত করে–
যাতে, পাছে শিশুদের কোনো আঁচ না লাগে।।


রচনা– বিপ্লব দাস
   ১৩ আগস্ট ২০১৭