২০১৮ সালে লেখা...


"মুক্তির মহাবীর"
         বিপ্লব দাস


কি যে বলিয়া যাও মোর কানে কানে,
শান্ত ছায়া ভ্রমরা হইয়া,
সবই ভুলিয়া যাই তোমার জগতে প্রবেশিয়া।
ক্ষীনপ্রভা ছড়াইয়া, জ্বলিয়া ওঠো মোর ত্রিভুবনে
চুমুক দিয়ে  বুঝিয়া দাও–
আছো তুমি মোর বিবেক ধ্যানে আর জ্ঞানে।
ফুটিয়া উঠিয়াছো  সর্পিল বস্ত্রে
সমুদ্রতীরে, দূর্বাশিশিরে
আঁধার রাতে তারাদের ভিড়ে;
ঝোড়ো হাওয়ায় কুসুমের সু–বাতাস ছড়াইয়া
ধ্যানমগ্ন বটবৃক্ষের তলায়,
ব্যথিত জীবনের শেষ ঝলমলে কুসুম তোমারই দিশায়।
ধূ–ধূ ললাটে রাঙিয়া ওঠো হাজার রঙে
মুক্তির মহাবীর তুমি  সত্যের মেদিনী তুমি;
প্রণমি তোমার রুপে, প্রণমি তোমারই জ্ঞানে,
ভূ– সীমা অতিক্রান্ত তোমার ধ্যানে।
হিয়ার কাননের দোষ, গুন, সুখ, দুঃখের তুমি উত্তরা–
আয়রে, আয় আধাঁর নিয়া বসিয়া আছি,
পাথরচাপা বুকের উত্তর, চায় আজ প্রশ্নরা।


রচনা–বিপ্লব দাস
সাল–২০১৮