মুসাফির
     বিপ্লব দাস


আমার কপাল,আমার নাক,আমার চোখ,আমার মুখ -
সবকিছুই তোমার দেওয়া
এমন কি শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ।
তাই তো চাইনা তোমার সাথে আঁড়ি করতে
ভাব যেন জন্মান্তর অগ্নি অক্ষরে -
তবুও পাইনি পৃথিবীর  স্বাদটুকু অন্তরে।


যেদিন এসেছিলাম পৃথিবীতে মুসাফির হয়ে ,
খুশির ঝলকানি নিয়ে -
সেদিন হতেই তোমার সাথে
গড়ে উঠেছিল এক অনাবিল আত্মীয়তা,
অর্পিত হয়েছিল আমার জীবন তোমার চরণে ।
আজ্ঞা করো  আমায় প্রভু-
তোমার সেবাই আমার ব্রত - শান্তির উৎসস্থল।


আজ আমি নেশাগ্রস্ত পথ চলতে -চলতে
টাল খেতে - খেতে হারিয়ে যাব নাকি!
ফুল কুঁড়িয়েছি আছি তোমার জন্য
আজ্ঞা করো প্রভু -
দিতে পারি যেন তোমার চরণে,
আমি তোমার করুণা পদপ্রার্থী
আমি ক্লান্ত, আমি অবসন্ন মুসাফির।