"না আসিলে কেউ"
        বিপ্লব দাস


না আসিলে কেউ–
তবু চলে এলাম জীবনের দীর্ঘপথ ধরে।
'সময়' নামক মানবীর জীবনের কখনো মৃত্যু হয় না,
জীবন থেকে শুধু মানুষগুলো বিলীন হয়ে যায় ।


জীবনের প্রতি আকাশসম, সাগরসম ক্ষোভ–
কেন কেউ আমাদের জীবনে একটি পালক যত্নে সাজিয়ে রাখে না?


জন্মই যেন পাপ...


তবে আজ কিছু মনে হয়না,
কারণ,বোঁটা ছিঁড়ে পাতারা ঝরে যায়,
বৃষ্টিও ঝরে যায়,
একটি দিন রাত হয়ে চেয়ে যায় অগণিতবার।


তারা কেউ কিছু বলে না,
সঙ্গে তারা সঙ্গীও চায় না।
আজ যেমন ভীষণ পুড়েছি রোদে,
কেউ পোড়েনি,
কেউ যায়নি সঙ্গে
তবে কেন অভিমানপাহাড় পুষে শুধু  কষ্ট নেবো?
শেষবেলায় যে যেতে হবে একা একাই ঝরে।।


রচনা–বিপ্লব দাস
তাং–১৭/০৪/২০২২