নাইবা পেলে, আমার মাতৃভূমির সোঁদা গন্ধ
                 বিপ্লব দাস


নাইবা...
নাইবা পেলে আমার মাতৃভূমির সোঁদা গন্ধ,
খুব বেশি কি ক্ষতি হবে না পেলে এই সোঁদা গন্ধ?
তোমার জন্য সাজানো আছে যুগান্তরে এক সুপুরুষ,
বিশ্বস্ত হাত।
আঙ্গুল  ছড়িয়ে দেবে সোহাগী ছায়া,
সমস্ত ক্যালেন্ডারের পাতায় দুর্যোগ কাটিয়ে দেবে রুপালি  জ্যোৎস্না,
কবির মত করে কাব্যিকতায় সাজিয়ে দেবে ধুলোটে ঘর।


' মনানী' যেদিকেই তাকাবে তুমিও জ্বলজ্বল করবে তার নেমপ্লেট।
এটাতো গগনচুম্বী সুসংবাদ,
এ যুগে তুমিই হবে সুখী দাম্পত্য প্রেমিক প্রেমিকা।


তারাপুঞ্জও লজ্জা টজ্জা ভেঙ্গে বলে গেল আমায়
এই দুটি শালিক পাখি সুখে সুখ নিয়ে বাঁচে
সবুজের সমারোহ নিয়ে বাঁচে
তবে তোমায় বিশ্বাস করতেই হবে,
তুমি সবথেকে সুখী মানুষ।


নাইবা হল এক কাপ চা ভাগাভাগি আলাপন
মধ্যরাত্রে বৃষ্টি ছোঁয়া
তুমি লাল শাড়ি, চুড়ি, চোখে কাজল পড়ে, আমি পাঞ্জাবি
সবুজ আলো পথ দিয়ে হেঁটে যাওয়া........
স্বপ্ন স্মরণেই হবে দীপ্যমান।
কষ্ট লালিমায় ঝুলে থাকবো আমি,
তছনছ করে দেবে এমন ভাবেই আমার ফুলদানি।


নাইবা, নাইবা পেলে আমার মাতৃভূমি সোঁদা গন্ধ,
খুব বেশি কি ক্ষতি হবে না পেলে এই সোঁদা গন্ধ?
হার পাঁজরভাঙ্গা মনে কয়টি মায়াবী শব্দ লেগে আছে,
নাইবা দেখলে......


রচনা– বিপ্লব দাস(রাহুল)
১৮ জুন২০২১
সকাল ১০ টা২১