নীরব প্রতিযোগিতা
       বিপ্লব দাস


প্রতিপক্ষ প্রতিযোগিতায় আশপাশ
ঈর্ষা র আশ্রয়প্রার্থী হয়ে মিলনের টান
সহচর মৃদু আচ্ছাদিত ঝুলকালির মত
ঝিঁঝিঁ পোকা ডাকে সর্বদা।
মনস্তাপ নালিশ মুখের হাব –ভাবে
পাংশুটে ঘরে আশ্রয় দেবার
বিকৃত করেনা একটি দিনও
মহামারী প্রতিযোগিতায় বাদ নেই সাবালক
অঙ্গীকার পত্রেও বাদ নেই শিশুরা,
নিজেরাই হয়েছে নিজের অভিভাবক।
সর্ষের গুঁড়োর মত জমাট গর্জন
আসা– যাওয়া রাত্রিও লাগে অস্বাদ ভোজন।                                
নজররক্ষী হয়, শ্রুতিমধুর শব্দে নয়–
কপটতায় নজর দমকা হাওয়ায়
        পরিণত করার অস্ত পাগলে
তৃপ্তির স্বাদ মেটে তখন অনায়াসে।
মোহনার বুকে যদিও বা পায়
               একটি ক্ষুদ্র  আশরফি
তাকেও শাশ্বত হাজার উল্লাস।।


    রচনা– বিপ্লব দাস
১৬ নভেম্বর ২০১৭
সকাল১১টা২
বৃহস্পতিবার