নবীন আগামী
                   বিপ্লব দাস


কষ্টের সেই কষ্ট বেলা,
জীবন প্রলয়ে দেয় দোলা।
ক্ষণিক মেঘের আলো আঁধারে বন্ধ,
দুঃখ দিনরাত্রে জীবন নয় মুগ্ধ।।


পথে সেই নবীন খেলা আমার চোখে অচেনা,
শুধু চেষ্টার আশা, সবার মুখ অজানা।


           মনের লেখা মনে টানে
            প্রথম হাতে লেখা,
    ছোট্ট আশার ছোট্ট সুখ , নেশায় উৎসুক
    স্বপ্ন আজ চোখে আসে স্বপ্ন চেয়ে দেখা।


চলতে পথে বেলা শেষে অসুকের  রূপদান,
সব যেন মরীচিকা জীবন– মন –প্রাণ।


কোথায় কবে শান্ত প্রবাহে–
            মন কার প্রহরে
ভোর আসে হাসি মুখে, মরেছি অন্ধকারে।।
গোধূলির ধূলিঝড় মনের চারপাশে,
কিছুই নেই জীবনের অগ্রগতি ক্রমশ সর্বনাশে।


দিন আসে দিন যায় নিরিবিলি সন্ধ্যায়,
জীবনের নিঃশ্বাস  চূর্ণময় অবস্থায়।


জীবনকে নিয়ে শুধু ছবি আঁকাআঁকি,
বিশ্রাম শুধু ক্ষণিক ঝড়ে ইচ্ছায় মাখামাখি।।
    
             কিছুই চাইনা আমি–
      শুধু জীবনের অলসতা হয় যেন ক্ষয়,
      ডুবিল আজ ভয়শিখা জন্মিল জয়।


ধৈর্যের প্রশ্ন উত্তর ক্ষুধায় চঞ্চল,
ইঙ্গিত নেই মুখে খুঁজেছি নির্মল ।


আহত ভাষার  সুরে অশ্রু দুটি চোখে
সর্বাঙ্গ অস্থির বিদায় মুখে
সময় জীবনের পৃষ্ঠায় সবচেয়ে নামিদামি            
  আঁখি শুধু চেয়ে থাকে নবীন আগামী।।
            
                   রচনা– বিপ্লব দাস