"পাল্টে যেওনা তুমি"
           বিপ্লব দাস


পাল্টে যেও না তুমি,
ছায়ার মত ছেয়ে আছি তোমার হৃদয়ে আমি।
পিছে তাকালেই  জানো ধূধূ করে বুক,
সময় বড়ই কম ওগো লুটে নাও সুখ।
অন্তরে তোমারে নিয়ে আবেগকল্পিত কত লেখা,
কালো অক্ষরের কাজল এঁকে দেয় ভালোবাসার রেখা।
কত যে সন্ধ্যা আমার আয়না হতে পারেনি,
একা একাই ডুবজলে ডুবেছি কেউ কেউটি আমায় বলেনি।
এখন কুয়াশা সরিয়ে জেগে ওঠার দিন,
শুধু শুধুই ভালোবাসার দিন,
বাতাসে অসুখ নামে নামুক আমাদের কারিশমায়  করবো তাকে ঋণ।


শুধু পালিয়ে যেও না তুমি,
বিশ্বাস  করো–
একটা ফুলের বনস্পতি এনে দেবো আমি।
তুমি আমার সকাল, আমারই সকাল,
পৃথিবীর এই যে ঘন রাত্রি নামে আমার কাছে তখনো বিকাল।
রিংটোনের মত বদলে নিও না তোমার হৃদয়খানি,
আমি ভোরের চড়ুই পাখি,
দেখি তোমার মুখখানি।
সেই ভালোবাসার সুরভীটা রেখো যত্ন করে,
ভেবে দেখেছ কি
আমার জীবনটা তোমার সঙ্গে জুড়ে?
তুমি বলে উঠো– কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই আমার কাছে
আমি বলি– আছে, আছে অনন্ত শান্তি,
ক্ষীণতম  আয়ু নিয়েও প্রাণীকুলের চলছে এ নিয়েই প্রলয়ক্রান্তি ।


শুধু পাল্টে যেওনা তুমি,
নিয়মের ভুলগুলো ভেঙে ফুল হয়ে ফুটুক  সত্যামী।


শুধু পাল্টে যেওনা তুমি...
শুধু পাল্টে যেওনা তুমি...


রচনা–বিপ্লব দাস
তাং–১৪/০৬/২০২২