পানির বুকে ভাসে অব্যক্ত অশ্রু
                   বিপ্লব দাস


কবিকে বলতে বলতে এ মন হাঁপিয়ে যায়,
কবির মূল্যবান উত্তর আজো নাহি পাই।
এই দুঃখ শব্দ জোয়ারে,  মন মানচিত্রে,
পেরেক ঠুকে ঠুকে নিদারুণ আকাঙ্ক্ষা
পাখির ঠোঁটে কয়েকটি খরকুটোর শব্দে বলে উঠবে– "আমি রাজি গো,
এপার ওপার মাঝখানের কাঁটাতারের মিলন গান লিখতে",
তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো  এঁটো ঝোঁটা শব্দ না বলে।


তবে এমন তুলনামূলক বাঁশি বাজেনি কবির,
আহ্বানবৃত্ত সলতে শিখা জ্বলেনি,
মনে হয় তার দখিনা জানালায় আমার ভাষ্য করতে পারেনি আঘাত।


এই আকাশছোঁয়া গ্লানিতে বড্ড  একাত্ম সুরের প্রয়োজন ছিল।


পানির বুকে আমারও অশ্রু মিশে যায়,
ভেসে যায়  অব্যক্ত অশ্রু–
তবুও ভরেনি  এপারের কথা দিয়ে কবির মনমালঞ্চ,
আমার মনেও  জলন্ত আগুনে  করে দিলে বিরহ।


তবু আমি আত্মবিশ্বাসী সংখ্যা,
  কবিরাজের বড্ড ভন্ডামি বছর শেষের গল্প দেয়।


রচনা– বিপ্লব দাস
২০ জুন ২০২১
দুপুর ১টা২২