পথভ্রষ্ট
      বিপ্লব দাস


অবুঝ মন তুমি আজ অবুঝ
আর্জি করবে কাকে, সবাই অচেনা
সবাই হয়েছে নির্বিকার।
আঘাত পেয়েছে শুধু সহজে,
মনের লেখা লিখেছে মনের কাগজে।
হারিয়ে গেছে কখন সবকিছু  অন্তহীন চোখের পলকে,
দেখবো কি না দিনটা কালকে?


পরিচয় অজানা শুধু চোখের কল্পনা,
শুধু তোমার কাছে একটি অনুরোধ
আমার সাথে করো না ছলনা।
অস্ত চলে গেছে জীবন থেকে–
শুধু মেঘলা রং মেখে।
সুরভিত সন্ধ্যা কখনো কি আসবে?
মনে হয়, মৃত পৃথিবীতেই আজ আমাদের বসবাস–
করুণ দৃশ্য ঘিরেছে আমার চারপাশে।


অপরাধ তুমি তো নও দীর্ঘস্থায়ী–
তবুও তোমার কাছে অস্বীকারযোগ্য।
কেন তুমি এলে দিনের আলো হয়ে?
আকঁড়ে ধরেছিলাম তোমায় প্রত্যয়ে।।
এঁকেছিলাম তোমায় একান্তভাবে
বুঝিনি পথভ্রষ্ট হয়েছি কবে?


রচনা–বিপ্লব দাস
১৪মার্চ২০১৫