"প্রেমিকাহীনা পালকি"
             বিপ্লব দাস


বাড়ির বারান্দায় নিত্য শালিকের কিচিরমিচির,
ঘুম তখনও ভাঙেনি আমার,
আমার প্রেমিকা যদি এসে ঘুম ভাঙাতো এভাবে
খুশিতে আমি পাখি হতাম,
পাখা মেলতাম আনন্দে খড়ের চালে।


সেই তীব্র  আকাঙ্ক্ষার অর্চনা,
পোড়া ছাইয়ে পালকি ভরে গেছে
সমস্ত দিনের সূর্যের রসনা, মিশে গেছে গোধূলিতে।  
তবুও প্রেমিকার ক্যানভাসে প্রেমের তুলি টানের রঙ ফোটেনি।
তাই নিজেও জ্বলে উঠি জোনাকির মতো
আমার তপস্যা ভেঙে নিজেই উঠি প্রভাতে,
কাঁটাওয়ালা দরজা পেরিয়ে
শালিকের ক্ষণিক শুশ্রূষা মিতালী সুরে
আমার মরীচিকা হৃদয়ে ফুটে ওঠে
নবরঙ ।
নিত্য মনপাথারে ভরে ওঠে প্রেমিকাহীনা পালকি।।


রচনা - বিপ্লব দাস
তারিখ - ১১/০১/২০২০