"পৃথিবীতে নতুন বলে কিছু নেই,কবিতা ছাড়া"
                           বিপ্লব দাস


মুহুর্তের মধ্যে এক  মেঘপুঞ্জ দুপুরে,
একটা ট্রেন এসে দাঁড়ালো সম্মুখে
দরজায় দাঁড়িয়ে একজন অস্পষ্ট ভাষায় বললো –"চলো তুমি, চলো...
পৃথিবীর অলিন্দে নেই কোনো বিশুদ্ধ আলো,
সময়ের উজানে শুধু
হাহাকারে প্রতিচ্ছবি,
অসুখের অন্ধকারে প্রতিটি বিধান সংকলিত।


আমি নরম সুরেলা কন্ঠে বললাম– আর হাতে গোনা
পাঁচটা মিনিট আমার সময় দিন,
কবিতাটা বলা শেষ করতে দিন।
প্রিয় মানুষটি দীর্ঘশ্বাস ফেলে বললো– কবে লিখেছো কবিতাটা?
–আমি বললাম দু বছর আগে।
–মিথ্যে বলছো,মন হয় আজই লিখেছো,
মনে হচ্ছে কবিতা জুড়ে আমারই কথা
–না না সত্যি বলছি,বিশ্বাস করো তুমি।


তারপর বুঝলাম কবিতা
পুরনো হয় না কখনো,
পৃথিবীর বিশ্রামহীন সময়ে
কবিতা সর্বদা চিরসবুজ।


এইরকম মাঝে মাঝে মেঘপুঞ্জ দুপুরে, লালচে গোধূলিতে,
জোছনা রাঙা সন্ধ্যায়, বা
নির্জন রাতে...
দেবদূতরা হানা দেয় আমার দরজায়,
আমাকে নিয়ে যেতে চায় তাদের ঠিকানায়।
তবুও ব্যাথার পাহাড় বুকে নিয়ে
আমি তৎক্ষণাৎ বারণ করে দিই,
কারণ–কবিতা ছাড়া ঘুম হয় না তোমার প্রতিরাতে,
কে কবিতা শোনাবে তোমাকে?


পৃথিবীতে নতুন বলে কিছু নেই,কবিতা ছাড়া।।


রচনা–বিপ্লব দাস
তাং–১৯/০৩/২০২৩