"পুনর্জনম"
    বিপ্লব দাস


মন কবরে ঢাকা ছিল।
সে বিজ্ঞপ্তিতে লেখা ছিল কবিতার  জন্ম– মৃত্যুর সময়কাল।
তখনো হয়নি কবিতা আত্মীয়র সঙ্গে অভিষেক ।
ব্যথার চিরায়ু জীবন জুড়ে করে যাচ্ছে জবাই।


আজ তবু মাঝে মাঝে চিকচিক করে উঠছে শান্তির রসনা।


কবরের ঠিকানায় কেউ নিমন্ত্রণ পাঠায় না ,
আমি সেই কবরের জীর্ণ পালক।
কয়েকটি শুকনো ঘাসের ক্রন্দন নিয়ে দাঁড়িয়ে থাকি ।
কোনো কাজল রেখা আঁকিবুকিতে চোখ ভেজে না।


জন্মের পরেও পুনর্জনম হলে পূর্ণ শান্তি, পূর্ণ সাধনা।।


রচনা–বিপ্লব দাস
তাং–১৮/০৭/২০২২