রুমাল
  বিপ্লব দাস


অন্ধকারে একটু তোমার হাত ছুঁয়ে
আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছে মনে–
সারাজীবন থাকবো তোমার হৃদয়ে।
হারিয়ে যাচ্ছি আজ শত শত স্বপ্নের ভিড়ে,
সবকিছু মরীচিকার স্রোতে
পারিনা থাকতে তোমায় ছেড়ে ।
তুমি তুচ্ছ মনে করে,
অসংখ্য কষ্ট দিলে ভরে।


মেঘলা  হৃদয়ে তবুও পাখি, তোমার আলপনা,
মনের মাঝে বিন্দু বিন্দু মায়া–
জেগে ওঠে শত শত মনের কল্পনা।
তুমি বড়ই অভিমানী–
এইভাবে নেই বাঁচার মানে,
জীবন পথে এ ধরিত্রী ছাড়া আমার খবর কে বা জানে?
মন খারাপের রঙ্গমঞ্চে আজ আত্মীয়তায় শেষ
সাজিয়ে রেখে ছিলাম অনেক ভালোবাসার ছবি,
             ইচ্ছেও করে না ভাবতে স্বপ্ননবী।


মনের শূন্যতাটা তুমিও বুঝলে না,
তোমার উত্তরগুলো আজও অজানা।
জীবনে প্রথম পেয়েছিলাম ভালবাসার উষ্ণ –আলিঙ্গন,
তবুও সম্পর্কের মিথ্যে সংঘাতে–
সবকিছু এখন কষ্টে মোড়া মন।
কেউ ডাকে না এখন আর প্রিয়জন' বলে
চোখ দুটো ভিজে ভিজে;
মুছে দেবার জন্য কেউ নেই আমার পাশে,
জীবনে আমার শেষ বন্ধু 'রুমাল' প্রতিটি সময় দিন আর মাসে।


রচনা–বিপ্লব দাস
৭জুলাই২০১৬