রূপান্তর
বিপ্লব দাস


রঙ মেলায় কখন হয়েছিলাম সামিল–
বোঝাবার স্পর্শ পাই নি তোমার কাছে।
হাজার রঙের রঙতুলি দেখেছি তোমার হাতে
তোমার কথায় আজ আমি–
রঙ খেলায় অংশগ্রহণ করেছি তোমার সাথে।
কালো রঙের জীবন নিয়ে গেছি, অন্যের জীবন রাঙাতে
মালিকের থেকে মালিক ও পা রাখতে দেয় না মাটিতে।
সন্তুষ্ট করার মামুলি মন্তব্য আজ অখন্ড
ভাঁজে– ভাঁজে   সনিবদ্ধ অনুরোধ  মকদ্দমায়
খালাস পেলাম না আজও।


সুখকর রসিকতায় তবুও আমার প্রফুল্ল চিত্ত
কেন জানিনা তুচ্ছতাচ্ছিল্যের পরিপূর্ণ রঙের রেকাব।
সবুজ রঙের মাঠ ভালো লাগে না!
দেখতে দেখতে হয়ে গেছে শিল্পী থেকে মিস্ত্রি
ক্যানভাসে পরেনা তুলির আঁকিবুঁকি
নিজের জীবন বাদ দিয়ে·
নিয়েছে অন্যের জীবন রঙ করার ভার।


           রচনা– বিপ্লব দাস
          ১১ নভেম্বর ২০১৭
        রাত১০ টা (শনিবার)