সন্ধ্যার প্রদীপ
       বিপ্লব দাস


তুমি সন্ধ্যার মুখে তুমিই সন্ধ্যা প্রদীপ,
আলো তে ভরিয়ে দাও চারিদিক।
সোনায় ঝড়া চকচকে বালির মত উষ্ণ স্পর্শ,
আমি বাকি তবে এই জীবনে–
ক্লান্ত শুকনো পাতার মতো
ঝড়ো ব্যাথা, বয়েছে আমার মন।
তুফান হাসির বাতি জ্বল– জ্বল  তোমাদের মুখে,
পরিহাস ছল ছুতোয় দিলে আমায় ছুঁয়ে।
শেষ এক বিন্দু শিশির কণা ও–
নিলে জীবন থেকে কেড়ে।
শান্তির একমাত্র চিহ্ন  আমার
সোনালী বিছানায় রাজসিক স্বাদ
                তবু শুরু হয় বিশ্রী আওয়াজ,
আমার মতই কত যে অপমানিত শিশু সারল্য মুখ
শেষ শোভাযাত্রায় বিজলী আলোর কোলে,
              নিভে যাওয়ার শেষ বিন্দুপাত।


শুনতে চাই না আর এই ভয়ঙ্কর আওয়াজ।
তার সঙ্গে ভয়ঙ্কর হাত থাবা দিতে চায়
এক একটা আঁচড়ের দাগ নেবার সাধ্য নেই আমার।
মোম গলানোর মতো আমার মন বলে–
লাভবান হয়েছ আমার ফাটা ফাটা শরীরটা নিয়ে।
রক্তচোষার মতো চুষেছো রাত দুপুরে
ভুরু কোঁচকানো প্রিয়জন প্রতিভা
পাষান মন চায় না আর ঝুলি ভরতে
আমার মতই অপমানিত মুখগুলো
চায় না আর সন্ধ্যার প্রদীপ দেখতে।


        রচনা– বিপ্লব দাস
    ২৯ অক্টোবর ২০১৭
রাত ৭ টা ৬