শিউলি
   বিপ্লব দাস


শিউলি আমার বাঁ হাতটা চেপে ধরো।
রক্তের মতো লাল চোখ দুটি জনসম্মুখ প্রবাহে
যেতে চাইছে
এই বিভীষিকা পূর্ণ মুহূর্তটা আমায় বাঁচিয়ে দাও।


তোমার বরফাবৃত হাতটা দিয়ে চেপে ধরো আমার বাঁ হাতটা,
তবেই সাহসী দিবাকর জ্বেলে উঠবে এই সন্ধ্যায়।


মগজে এত বিভীষিকা এঁটে ছিল
জনসম্মুখে না আসলে বুঝতেই পারতাম না
তুমি আমায় বাঁচাও।
তোমার সামনে কত দীর্ঘ কবিতা শুনিয়ে দিয়েছে–
সন্ধ্যার শঙ্খধ্বনি  বেজে যেত আমাদের পাড়াতে।
লম্বা পেন্সিল দিয়ে নিজের হৃদয়কে নিখুঁত করবার প্রচেষ্টা করতাম,
তোমার জন্য শুধু তোমার জন্য।


আজ আমার সামনে শ্রোতারা  উন্মদনা হয়ে উঠছে–
দিঘির জলে মাছেদের মত কল কল করছে।


আমার কণ্ঠস্বর শুনবে বলে।


তবে পিপাসায় গলা ফেটে যাচ্ছে আমার
মাউথ স্পিকারের সামনে যেতে পারছি না।
শিউলি আমার হাতখানা চেপে ধরো
              এই শেষবারের মতো
আর বলবো না কখনো।


আমি না হয় দেখে দেখেই
জীর্ণ কাগজের পাতা থেকে
কাকদের গল্প শুনিয়ে দেব
কি করে তারা অন্যের  জীবনের জঞ্জাল পরিষ্কার করে?


          রচনা–বিপ্লব দাস
       ২৫ এপ্রিল ২০২১
      সন্ধ্যা ৬ টা ৫৩