“ সব দিনই রবিবার”
                            বিপ্লব দাস
নিস্তার নেই দু–দণ্ড নিরিবিলি ছায়ায় বসার,
কর্মের কুন্ডুলিতে জীবন কর ক্ষয়,
তোমার ত্রিনয়ন এড়াতেই  ভয়।


তোমার দেওয়া আমার গলে
সময় ঘড়িতে আঁধার,
অসহায়ের অভাবে ভুলে যায়
তোমার কুকর্ম বারবার।


আমার রক্ত খাও প্রতিনিয়ত কপি করে,
                              দিবারাত্রি
             হুট করে শুঁকতে বলো–
তোমার জুতার তলায় কি গন্ধ আছে?


ঈশ্বর বলে– আজ “ সব দিনই রবিবার”
তবে কেন,ধুলো বালির স্তূপের পাশে করতে হয় আমাদের আহার?


                রচনা– বিপ্লব দাস
               ৬ এপ্রিল ২০২০
            সকাল ৭ টা ৪৪