সবুজ সোহাগের কুঞ্জকল্প
            বিপ্লব দাস


ভালোবাসা– তোমার রেশমী চুলের মত শহরের বাতাসে আজ উড়ছে ।
আমি আজ ভীষণ মুগ্ধ, অভিভূত।
অন্তরাত্মা জুড়ে গোধূলি রাঙা সৌন্দর্য,
তোমার হাসি কৃষ্ণচূড়া ফুলে আমি স্নান করেছি।
জীবন জীবন্ত  হয়ে ওঠেছে
জানো গো...
আঁকড়ে ধরেছি তোমার হাতের আঙ্গুলগুলো
যেন বিশ্বাস বাস্তব দুটোই শিমুল তুলোর মতো নরম হয়ে গেছে।
তোমার জন্য আমার মনে মায়া সংগ্রহ করেছি,
এই আমার অনুপম তুষ্টি।
মনে হচ্ছে এই বুঝি...
ভালোবাসা উদয় হচ্ছে দুর্বোধ্য অন্ধকার থেকে।


আজ শহরটা লাগছে ক্যানভাস
যেখানে তোমার দৃষ্টির আঁকি-বুঁকিতে ফুটে উঠছে নানান অতুলনীয় দৃশ্য,
আর দূষণহীন তান সুরভী।


আমি ভেবেছিলাম ভালোবাসা বা বন্ধুত্ব নেই আমার জন্য ।
কেউ আমার জন্য মন খারাপ করবে
এ ছিল অকল্পনীয় ভাবনা ,
কুয়াশা ঢাকা বিস্ময়
একা থাকতে হবে আজীবন।


আজ জীর্ণ একখণ্ড ভালোবাসার মানচিত্র
সময় কাল ছিঁড়ে এসেছে আমার হৃদয়ে।
সেইজন্য কোনোদিন...
কোনোদিনই বিনষ্ট অপচ্ছায়ায় মেশাতে দেবো না ।
প্রতিক্ষণ সুখ সাগরে প্রতীক্ষাহীনভাবে ডুবে থাকবো।


তুমি সময় খরচ করলে  আমার জন্য দীর্ঘক্ষণ,
তুমি অতিক্রম করলে নিরাশার সিঁড়িগুলো।
সেইজন্য শুধুমাত্র ধন্যবাদের বাতাসে তোমায় উড়াবো না।
তোমার প্রতিটি দিনলিপি আমার হোক
সমস্ত স্মরণীয় দিনগুলো অমরত্ব লাভ করুক।


আমার মন পাতায় এমন একটা অধ্যায় থাকবে ভাবিনি
      জীবন খুশিতে রক্তাক্ত
        যেন সবুজ সোহাগের কুঞ্জকল্প।


যা ছিল অভিমান মনে...
কৃষ্ণচূড়া ফুলের মত ঝরে গেছে
তোমার কাব্যিক উষ্ণতায়।


আমার জন্য আলো জ্বালবে কেউ ভাবিনি
ভাবতেই আজ যেন উৎফুল্ল লাগছে,
শহরের টিমটিমে আলোতে ছিল আমার জীবন ।
তাই, প্রতিটি প্রভাত জুড়ে তোমার নামে ফুটে উঠুক রজনীগন্ধা।
আমাদের অনাকাঙ্ক্ষিত দিনটি থাকুক স্মরণীয়।


রচনা– বিপ্লব দাস
তাং–১১/০১/২০২৩