"শহরটা লুট হোক তোমার শহরে প্রিয়তমা"


              বিপ্লব দাস


এই শহরটা লুট করে নিয়ে যাব,
তোমার শহরের কাছাকাছি প্রিয়তমা।
মাঝেমাঝে একা মনে হয় নিজেকে,
নিজেকে গুটিয়ে রাখার জটপাকানো অংক গুলো মুখস্ত করে ফেলেছি,
তবুও আমি প্রাণী, অভিমানী  প্রাণী ।
বুকের মধ্যে পুষিয়ে রাখা গুঁড়ি গুঁড়ি  অভ্যাস নয়।
জ্বর আসলে, সঙ্গে জঙ্গুলে অসুখগুলো এসে কড়া নাড়ে। তোমার চোখে চুরি করা সমস্ত সৌন্দর্য আমার দেখতে ইচ্ছে করে,
স্পর্শ করতে ইচ্ছে করে, তোমার কণ্ঠস্বরের মাদকতায় ডুবে থাকতে ইচ্ছে করে, স্বপ্নের মধ্যে জনপ্রিয় দৃশ্যগুলো যখন দেখি ,
তবু যেন দেখতে ভালোলাগে স্বপ্নগুলো,
তুমি তো প্রিয়জন।


এই শহরটা লুট করে নিয়ে যাব, তোমার শহরের কাছাকাছি প্রিয়তমা। অনায়াসে তোমার হাত ধরে ব্যালকনিতে তারা গুনবো, কিঞ্চিত ইচ্ছে গুলো পূরণ হবে,
তোমাকে বলে ডাকবো 'বনলতা' কখনো বা 'কাদম্বরী' বা 'গায়ত্রী',
আর তোমায় যে নামে ডাকতাম আমারই  বিথী। অভাবনীয় ভাবে শহরটা ঝলমলে হয়ে উঠবে,
ষোলো  বছরের স্কুল পড়ুয়া মেয়ের মত।


আমার পকেটে পোড়া নিরিবিলি বিতৃষ্ণা যাক আজ গবেষণাগারে ,
কতটা একা ছিলাম বিদঘুটে আঁধারে?


শহরটা লুট হোক প্রিয়তমা তোমার শহরে....


রচনা–বিপ্লব দাস
তাং–১৬/০৭/২০২২