" সময়টা বড়ই অস্থির"
                      বিপ্লব দাস


সময়টা বড়ই অস্থির,
মগজে অজস্র চিন্তার ভিড়।
অনন্ত সুখ চাওয়া শাখা প্রশাখার অভিলাষ,
নিজের আঘাতে নিজে শুকনো পাতার মতো ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস।
কেউ ভালো নেই সারাদিন কর্মব্যস্ততার পরেও,
পেয়ালায় হজম করছে নরক রজনী দিবসেও ।


ভালোবাসি তো চূর্ণ-বিচূর্ণ শব্দ, প্রেমতো লুপ্তপ্রায়,
নারকীয় ধোঁয়াতে উঠছে না স্বস্তির হায়।
নীল টিপ, গোলাপ, এই নির্বাক আকাশ,
অজস্র অস্থির মন চেয়েছিল  বট বৃক্ষের ছায়া,
ওকে আমি আমরা ভীষণ চিনি, শুধু দিয়ে যায় বিপুল মায়া।


এক সূত্রে শুধু শত্রুর প্রান্তর
খুন হতে ইচ্ছে করে বারংবার ওই সবুজ ঠিকানার আঘাতে,
কেউ আসে না মন সাজাতে, শুধু আসে ভেঙ্গেচুরে খুচরো পয়সার মত ছড়িয়ে দিতে।


রচনা–বিপ্লব দাস
তাং–২৪/০৬/২০২২