সময়ের দেওয়াল


    বিপ্লব দাস


সম্পর্কটা রয়েছে আজও কচি দূর্বা ঘাসের মত নরম–
শুধু মাঝখানে উঠেছে সময়ের দেওয়াল।
চলতি পথে কথা হয় তোমার –আমার,
ক্ষনিকের জন্য তা আজও পেলাম আলতো স্পর্শ
মাঝে মাঝে তাকিয়ে থাকো
আমার কারাগারে দিকে
খুঁজে পাও না তুমি–
আজ ঢেকে গেছি অন্ধকারে।


হয়তো আমার একযুগ পরে, চিনবে আমাকে অনেকই,
বাকি রইলে তুমি–
ডাকবে কি প্রাণভরে?


রচনা– বিপ্লব দাস


২৪ মার্চ২০১৮
দুপুর৩টা৪৫