আমার শহর কে নিয়ে লেখা একটা কবিতা,
যেখানে আমার শৈশব কেটেছে।।


সোনালী রূপালী বালুরঘাট
                          বিপ্লব দাস


তুমি শুধু তুমিই হও,
আর অন্য কেউ না।
না কোনো পাড়ার দাদা
না কোনো পাড়ার দিদি,
না কোনো পাড়ার ছেলের দল
কোনো পাড়ার বন্ধুগন।।


তুমি শুধু তুমিই হও,
আর অন্য কেউ না,
না আত্মীয় স্বজন
না কোনো পাখির কুজন
না মনের প্রিয়জন।।


তুমি শুধু তুমিই হও
আর কেউ না
গভীর আনন্দে আনন্দ নিতে জানো
করো দুঃখে দুঃখ নিতেও জানো
কখনও শীত রাতে নিঃস্তব্ধ হয়ে থাকতে পারো।


তুমি শুধু তুমিই হও
আর অন্য কেউ না
চিরদিন তোমার ছোয়ায় বড়ো হয়েছি
তোমার আকাশে - বাতাসে ঘুড়ি উড়িয়েছি
বন্ধুত্ব করেছি, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেছি,
গান করেছি,বৃষ্টিতে ভিজেছি,
সন্ধ্যার সাঁজে প্রদীপ জ্বেলেছি,
ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিয়েছি
নিজে বাঁচার স্বাদও পেয়েছি
আর যে কত কিছুই করেছি
               তোমার শহরে!


তুমি শুধু তুমিই হও
আর অন্য কেউ না
সে হলো তুমি - আমার
সোনালী - রূপালী  ' বালুরঘাট '।