শূর্পণখা আমি তোমার প্রেম চাই
               বিপ্লব দাস


শূর্পণখা, আমি তোমার প্রেম চাই
     আমি তোমার হৃদয়ে লুকিয়ে থাকা প্রেম চাই ।
সাতাশটা বছর এমনি কেটে গেল আমার অযত্নে-অবহেলায়
আমার পাঁজরে রেখে এ সমাজ খেয়েছে গরম চা– রুটি
চাঁদের মত ভুলে গেছি সঠিক আশ্রয়ের  খোঁজে, নিজেকে খুঁজে পেতে।
এমন সুমিষ্টি মিহি সুরে পিছু ডাকেনি কেউ।
যে প্রেমিকা নিজেকে বিজন বলে, ক্ষণিক সময়ের জন্য সবুজ রেখা টেনে ছিল–
সে পৃথিবীর অন্য লোভে ছুটে গেছে।
যে নারীও বা ডেকেছিল সেও আজ স্বামীর সেবায় ব্যস্ত,
এমন অপ্রত্যাশিত ভালোবাসার আহবানে ছুটে, আমার হৃদয়ের কৃষ্ণচূড়া ফুলগুলি শুকিয়ে ঝড়ে গেছে।


তছনছ ধূম্রবর্ণ মন নিয়ে আমার যাওয়ার জায়গা নেই,
তবু নয়ন জলে সত্যতায় ফুটে উঠেছে শুভ্রতার ফুল।
এই সাহস নিয়েই চায় অবোধ যুবক তোমার প্রেম,
হ্যাঁ পবিত্রতম প্রেম।


অজস্র বছর ধরে পাপিষ্ঠা নামটা বয়ে বেড়াচ্ছ।
কলঙ্কের ধিক্কারে তুমি জর্জরিত,
অন্ধকারে ডুবে গেছ চিরতরে।
ডাইনি, রাক্ষসী এমন  নামে পেয়েছো শিরোপা।


যদি না কাঁদে কোনদিন এই পৃথিবীর পুষ্প,
যদি না কাঁদে এই পৃথিবীর সঙ্গীবিহীন  বিহঙ্গ,
যদি না কাঁদে এই পৃথিবীর  নুন ভাতের মানুষ,
যদি না কাঁদে কোন কবির কলম,
যদি না কাঁদে  দিঘির জলে ধবল হাঁস
সময়কে সাক্ষী রেখে বলছি– আমি ফেলেছি দুফোঁটা অশ্রু..
আমি কেঁদেছি,
স্বর্ণাক্ষরে লিখেছি তোমার নাম শূর্পণখা।


আমার খুব খুব রাগ হয়।
যে তুমি, এক কাপুরুষের জন্য এমন তোমার হাল,
করেছিলে শুধুই তো প্রেম নিবেদন ,
তাই বলে তোমার সঙ্গে এমন আচরণ,
ভাবতে লজ্জা করে।
তুমি হয়েছিলে তামাশার খোরাক
তবুও  কাপুরুষজাতিও জানতে  চাইবে না তোমার  অন্তরের সত্যতার গল্প।


শ্রুতিকটু কণ্ঠস্বরেও ছিল নিষ্পাপ ভালোবাসা  তীব্র চিৎকার।


শূর্পণখা আর এমন মায়াবী রূপে পাগল হইও না
                   আমিও বা কম কি সে?
তবে তোমার প্রেম পেলে আমার মত খুশি.... এ জগতও হবে না।


কি করে উড়ে এলে আমার মনিকোঠায়
আমি তা জানি না!
আমার খুব ইচ্ছে তোমার বাদামি বর্ণ চুলগুলোর জটা ছাড়াতে ছাড়াতে বাকিটা জীবন পার করব,
আর তোমার হৃদয়ে জমে থাকা করুন অশ্রু আমি চিরতরে মুছে দেবো।
আমায় শুধু  তোমার মর্মময় ভালোবাসার কোলে ঘুমাতে দিও শূর্পণখা ।


রচনা–বিপ্লব দাস
১৭জুলাই২০২১
রাত১০টা৫০